দি নিউজ লায়ন; আজকাল খুন কথাটি খুবই সাধারণ ব্যপার। প্রায়ই খুনের কথা শোনা যায়। কথায় কথায় মানুষ মানুষকে খুন করছে, তাও আবার বিভিন্ন কায়দায়। তবে জানেন কি? ইতিহাসে প্রথম খুনটি কিভাবে হয়? বলা হয় যে ১৯৪১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফসফেট খুঁজতে গিয়ে খনি শ্রমিকরা খুঁজে পান একটি প্রাচীন মাথার খুলি।
রোমানিয়ার ট্রান্সিলভেনিয়া-র একটি গুহায় এই ক্ষতিগ্রস্ত মাথার খুলিটি খুঁজে পেতেই চাঞ্চল্য পড়ে যায়। তবে অদ্ভুতভাবে আর খুঁজে পাওয়া যায়নি শরীরের বাকি অংশের অস্তিত্ব। সেখানে বেশ কিছু ভাল্লুকের কংকালও নাকি পাওয়া গিয়েছিলো বলে জানা গিয়েছে। এর থেকে বিজ্ঞানীরা ধারণা করেছেন যে এই খুলি সম্ভবত এক শিকারীর মাথার হতে পারে। হয়তো শিকার নিয়ে কোনোভাবে কারুর সঙ্গে সে ঝগড়ায় জড়িয়ে পড়েছিল। তারপরেই প্রতিশোধ নিতে তার উপর আক্রমণ চালানো হয়। আর এর থেকেই এই খুন হয়।
প্রত্নতাত্ত্বিকরা আবার জানিয়েছেন, এই খুলিটি একজন পুরুষের, যিনি আদিম যুগে নাকি একজন ইউরোপীয় ছিলেন। এই খুলিতে নাকি পাওয়া গিয়েছে দু’টি আঘাতের চিহ্নও। মাথার সামনে দু’টি ছোট আঘাত এবং মাথার পিছনে একটি গভীর আঘাত খুঁজে পাওয়া গিয়েছে। বিজ্ঞানীরা মাথার সামনের ছোট আঘাত দু’টিকেই ওই শিকারী ব্যক্তির মৃত্যুর কারণ বলেই অনুধাবন করে এগোচ্ছেন। তবে মাথার পিছনের গভীর আঘাতটি মৃত্যুর আগে হয়েছে না কি পরে হয়েছে তা নিয়ে সংশয় রয়েছে তাদের মধ্যে।
তবে বিজ্ঞানীরা নানা পরীক্ষা করে এই সিদ্ধান্তে আসেন যে এই ব্যক্তিকে হাতে ধরা কোনো পাথর অথবা কাঠের কিছু দিয়ে আঘাত করা হয়েছিল যার ফলে সে মারা যায়। বিজ্ঞানীরা মনে করছেন যে যেভাবে তার মাথায় আঘাত করা হয়েছে, তার ফলে শরীরেও আঘাত থাকতে পারে। বিজ্ঞানীরা নানা পর্যবেক্ষণ করে জানতে পারেন যে, ঘটনাটি প্রায় ৩৩ হাজার বছর আগের।
0 Comments