চলে গেলেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত। বৃহস্পতিবার সকাল ছ'টা নাগাদ দক্ষিণ কলকাতার নিজ বাসভবনে ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 


পরিবার সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন পরিচালক, বয়স জনিত নানান কারণ ও কিডনি সমস্যায় গ্রাস করেছিল তাঁকে চলছিল ডায়ালাইসিসও। 


পরিচালকের কিছু উল্লেখযোগ্য সিনেমা হল, দূরত্ব, গৃহযুদ্ধ, বাঘ বাহাদুর ইত্যাদি।  তাঁর প্রয়াণে শোকের ছায়া চলচ্চিত্র জগতে।