কোটাল সহ ভারি বৃষ্টির আশঙ্কা, দিঘায় জারি হল সতর্কতা


প্রবল ঝড়-বৃষ্টির আশঙ্কা, আবারও  দুর্যোগের কালো মেঘ দিঘার আকাশে। আশঙ্কা রয়েছে সমুদ্র ব্যাপক উত্তাল হওয়ারও। দীঘা সহ উপকূলে জারি করা হল সতর্কতা। প্রশাসনের তরফে দীঘায় চলছে মাইকিং। মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হয়েছে। বৃহস্পতিবার থেকে ১৪ তারিখ পর্যন্ত এই সতর্কতা জারি করা হয়েছে। 


কোটাল সহযোগে ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা। যেসকল গ্রামগুলিতে জল ঢুকে পড়েছিল সামুদ্রিক জলোচ্ছ্বাসের ফলে ফের সেই সব গ্রামে জল ঢুকতে পারে, তাই সমুদ্রে বাঁধ তড়িঘড়ি মেরামতি করার কাজ চলছে। 


প্রায় শতাধিক গাড়িতে আনা হয়েছে পাথর, ব্ল্যাক স্টোন।  ঝড়ের জন্যও সজাগ থাকতে বলা হয়েছে, সতর্ক থাকতে বলা হয়েছে পঞ্চায়েত ব্লক প্রশাসনকে।

Post a Comment

0 Comments