নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ি টাউন স্টেশন এমনিতেই বহু ইতিহাসের সাক্ষী। সেই রেল স্টেশন সাক্ষী হয়ে রইল আরও এক ইতিহাসের। আর এই ইতিহাস তৈরীর পিছনে অবশ্যই কৃতিত্ব ভারতীয় রেলের। উত্তরবঙ্গের শিলিগুড়ি টাউন স্টেশন একমাত্র স্টেশন, যা পরিচালিত হয় মহিলা দ্বারা। এই স্টেশনের স্টেশন মাষ্টার, গেট কিপার, টিকিট দাতা, সিগ্নাল সবই পরিচালনা করে।
শুরুটা হয়েছিল অনেক দিন আগেই, তবে ২০১৯ সালে রেল কর্তৃপক্ষ সম্পূর্ন ভাবে স্বীকৃতি দেয় বলে জানান স্টেশন মাষ্টার প্রতিমা দে। তিনি বলেন, তিন শিফটে কাজ করার জন্য রয়েছেন ২৪ জন মহিলা কর্মী। সম্পূর্ণ নিরাপত্তার মধ্যে দিয়ে কাজ করেন তারা। তিনি এও জানান, করোনা কালের জন্য বন্ধ রয়েছে ট্রেন চলাচল, নাহলে প্রতিদিন এই স্টেশনে তিন জোড়া গাড়ি দাঁড়ায়।
'যে রাধে সে চুলও বাঁধে'- এটা অতি পরিচিত প্রবাদ, যা নারীদের ক্ষেত্রে বেশ প্রযোজ্য। তবে নারীদের কাজের পরিসীমা আজ আরও বিস্তারিত। তারাও যে দেশের কাজে নিজেদের নিমজ্জিত করতে পারেন তার বহু উদাহরণ রয়েছে। আজ দেশের প্রতিটি জায়গায় নারীরা গুরুত্বপূর্ন জায়গায় দায়িত্ব নিয়ে সেই দায়িত্ব পালনও করে আসছেন সুষ্ঠ ভাবে৷ এমনই আরও একটি উদাহরণ মিলল শিলিগুড়ি টাউন স্টেশনে।
0 Comments