উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে ১১ই জুন, তারপর শক্তি বাড়িয়ে উড়িষ্যার উপর থেকে পেরিয়ে যাবে এটি। এর হাত ধরেই আমাদের রাজ্যে ৪৮ ঘন্টা পর মৌসুমী বায়ু প্রবেশ করবে। এর ফলে শুক্রবার দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, কলকাতার কিছু জায়গায় ভারি বৃষ্টি হবে।
১২ তারিখ দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই ২৪ পরগনাতে ভারি বৃষ্টি হবে। ১৩ তারিখ পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমানে ভারি বৃষ্টি হবে এবং সাথে বজ্রপাতও হবে বলে হাওয়া অফিস জানিয়েছে। এদিন থেকে সমুদ্রে ৪৫ কিমি বেগে হাওয়া বইবে, তাই সমুদ্রেও যেতে মানা করা হয়েছে।
পাশাপাশি উপকূলের জেলা গুলোতে ৩০- ৪০ কিমি বেগে হাওয়া বইবে। এই ঝড় বৃষ্টি যখন হবে তখন বজ্রপাতের সম্ভাবনা থাকছে। এই পরিস্থিতিতে যদি বৃষ্টির পরিমান বাড়ে তাহলে জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে হাওয়া অফিস আভাস দিয়েছে।
0 Comments