টর্নেডোর হানা; ৫০ ফুট উপরে উঠল সমুদ্রের জল, আতঙ্কে সাগরবাসী


নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ ২৪ পরগনা জেলার সাগরদ্বীপ সংলগ্ন হুগলি নদীর ওপর টর্নেডো হয়েছে দীর্ঘক্ষণ ধরে। এর জেরে সমুদ্রের জল কুণ্ডলী পাকিয়ে ৫০ ফুট উপর পর্যন্ত উঠে যায়। এরপর থেকে সাগরে শুরু হয় বৃষ্টি। ফলে আতঙ্কিত সাগরবাসী। 


গত ২৬ তারিখে ইয়াসের দাপটে সাগর এলাকার একাধিক নদী বাঁধ ভেঙে গিয়ে জলমগ্ন হয় বিস্তীর্ণ এলাকা। সেই থেকেই বিপাকে হাজারে হাজারে মানুষ। বৃহস্পতিবার সকালে সাগরের মন্দিরতলা খেয়া ঘাটে দেখা গেল শক্তিশালী টর্নেডো। টর্নেডোর মধ‍্যে সমুদ্রের জল কুণ্ডলী পাকিয়ে ৫০ ফুট উপর পর্যন্ত উঠে যায়। ফলে আতঙ্কিত হয়ে পড়েন সাগরবাসী। 


এরপর থেকে সাগরে শুরু হয় বৃষ্টি, যা নিয়ে বেশ কয়েকদিন ধরে প্রসাশনের পক্ষ থেকে সাধারণ মানুষজনের সতর্ক করা হচ্ছিল। এমনকি সাগরের ঘোড়ামারা থেকে পার্শ্ববর্তী দ্বীপে সরিয়েও আনা হয় তাদের। আবহাওয়া খারাপ হতে শুরু করেছে ক্রমশ। শুক্রবার শুরু হবে ভরা কোটাল। এই পরিস্থিতিতে সাগরবাসীর মনে আতঙ্ক দানা বেঁধেছে। এইরকম টর্নেডো আগে কোনওদিন দেখেননি সাগরবাসী। ফলে এইরকম টর্নেডো চোখের সামনে দেখে আতঙ্কের প্রহর গুনছে সাগর বাসী।

Post a Comment

0 Comments