আইনি মতে স্ত্রীর মর্যাদা চেয়ে ধর্নায় মহিলা


নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: স্ত্রীর স্বীকৃতির দাবী জানিয়ে ব্যক্তির বাড়ির সামনে ধর্নায় বসলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ৩৭নম্বর ওয়ার্ডের ঘুঘুমালিতে। মহিলার অভিযোগ, দীর্ঘ পাঁচ বছর ধরে তার সঙ্গে মেলামেশা করে আসছে মানিক ভাদুড়ি। এমনকি বিয়েও করে তারা। কিন্তু সে আইনি ভাবে স্ত্রীর মর্যাদার দাবী করলে নানা টালবাহানা করে আসছিল মানিক।

বৃহস্পতিবার তাদের রেজেস্ট্রি অফিসে গিয়ে আইনি স্বীকৃতি নেওয়ার কথা ছিল। কিন্তু তিনি রেজেস্ট্রি অফিসে পৌঁছালেও মানিকের দেখা মেলনি। অবশেষে মহিলা স্ত্রীর স্বীকৃতির দাবী নিয়ে মানিকের বাড়িতে হাজির হয়। মানিকের বাড়ির লোকজন তাকে বেধড়ক মারধোর করে বাড়ি থেকে বের করে দেয় বলেই অভিযোগ।


মহিলার আরও অভিযোগ, সেই সময় মানিক বাড়িতেই ছিল। সুযোগ বুঝে বাড়ির প্রাচীর টপকে চম্পট দেয় মানিক। এরপরই ধর্নায় বসেন মহিলা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আশিগড় ফাঁড়ির পুলিশ। মহিলার দাবী যতক্ষণ পর্যন্ত সে স্ত্রীর মর্যাদা না পাচ্ছে ততক্ষণ সে ধর্নায় বসে থাকবে। 

Post a Comment

0 Comments