নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: 'বাংলায় করোনা সংক্রমণ বাড়ানোর পেছনে কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বই সম্পূর্ণ দায়ী। বৃহস্পতিবার মেদিনীপুর শহরে কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে আইএনটিটিইউসির রক্তদান কর্মসূচিতে যোগ দিতে এসে এমনটাই অভিযোগ করলেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি রাজ্য সভানেত্রী দোলা সেন।
প্রকাশ্য মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, কোভিড পরিস্থিতিতে সুস্থতার হারে বাংলা এগিয়ে আছে এবং মৃত্যুর হারে বাংলা পিছিয়ে রয়েছে। নির্বাচনের ফলাফলের পরে করোনার দ্বিতীয় ঢেউ যেভাবে বাংলায় আছড়ে পড়েছিল তার মোকাবিলা করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অগ্রণী ভূমিকা পালন করেছেন, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে তিনি দ্বিতীয় ঢেউ সামলে দিয়েছেন।
পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দোলা সেন শুভেন্দুর রাজ্যে ৩৫৬ ধারা জারি করার প্রসঙ্গে বলেন, 'পাগলে কি না বলে, ছাগলে কি না খায়।' পাশাপাশি রাজ্যজুড়ে সন্ত্রাস প্রসঙ্গে বিরোধীদের অভিযোগ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, 'যদি সন্ত্রাসের ফলে প্রচুর মানুষ ঘরছাড়া হয়ে থাকে তাহলে কোন মিডিয়া দেখাতে পারছে না কেন? আগে সংবাদমাধ্যম ঘর ছাড়াদের দেখাক তারপরে এ বিষয়ে উত্তর দেব।' একই সঙ্গে আগামী ২০২৪- এ কেন্দ্রে সরকার গড়তে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে লক্ষ্য রয়েছে, তাও তিনি তুলে ধরেন সাংবাদিকদের সামনে।
0 Comments