নিজস্ব প্রতিনিধি, হুগলি: 'গো ব্যাক; আর 'জয় বাংলা' স্লোগানে তৃণমূলের বেপরোয়া বিক্ষোভের মুখে পড়ে পান্ডুয়া থেকে ফিরতে হল বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। হুগলির সাংসদ পান্ডুয়া হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে যান চিকিৎসক নিগ্রহের ঘটনার জেরে চিকিৎসক এবং নার্সদের সঙ্গে কথা বলতে। যখন তিনি হাসপাতালে ঢুকছিলেন তখন জি টি রোডের উপর তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন শতাধিক তৃণমূল কংগ্রেসের কর্মীরা। এসময় তৃণমূল কংগ্রেসের কর্মীরা লকেটের গাড়ির উপর চড়-থাপ্পড় দেয় এবং দলীয় পতাকা নিয়ে জয় বাংলা ও গো ব্যাক স্লোগান দিতে থাকে।
খবর পেয়ে পান্ডুয়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আর এরপর লকেট ফিরে আসতে বাধ্য হয়। কথা বলতে পারেনি হাসপাতালের চিকিৎসক-নার্সদের সঙ্গে।বিজেপির তরফ থেকে অভিযোগে বলা হয়েছে, লকেট চট্টোপাধ্যায়ের ওপরে হামলা করা হয়েছে।
যদিও তৃণমূল গোটা ঘটনা উড়িয়ে দিয়ে পাল্টা দাবী করেছে, লকেট চট্টোপাধ্যায় এই এলাকার সাংসদ কিন্তু সাংসদের ভূমিকায় তাকে দেখা যায়নি। তৃণমূলের উপর অত্যাচার হয়েছে, তখন তাকে দেখা যায়নি সহানুভূতি দিতে আসতে। এখন চিকিৎসকদের অনুভূতির জন্য তিনি হাজির হয়েছেন। বিষয়টি পুলিশ প্রশাসন দেখছে, তারাই ব্যবস্থা নেবে। চিকিৎসক-নার্স নিগ্রহের ঘটনায় চাপ সৃষ্টি করার কোন প্রশ্নই আসে না। এমনকি প্রয়োজনও নেই। শুধু তাই না তৃণমূল নেতা মাধব চন্দ্র ঘোষ কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী দিনেও পান্ডুয়াতে লকেট চট্টোপাধ্যায় কে ঢুকতে দেবেন না।
0 Comments