গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য


নিজস্ব প্রতিনিধি, উত্তর ২৪ পরগনা: লকডাউনের ফলে লোকাল ট্রেন বন্ধ। ফলে কর্মহীন হয়ে পড়েছেন স্বামী। অন্যদিকে লোন পরিশোধের চিন্তা, মানসিক অবসাদে আত্মহত্যা গৃহবধূর। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গোবরডাঙ্গা থানার লক্ষ্মীপুর এলাকায়। মৃত গৃহবধূর নাম রিঙ্কু গাইন, বয়স ৪১ বছর।


করোনা সংক্রমণ ঠেকাতে রাজ্য সরকার আগেই লোকাল ট্রেন পরিষেবা বন্ধ করেছেন। মৃতার স্বামী বিপুল গাইন ট্রেনের হকার; ঘটি গরম বিক্রি করে সংসার চালাতেন। পরিবার এবং প্রতিবেশীরা জানিয়েছেন, বর্তমানে লোকাল ট্রেন বন্ধ থাকায় কর্মহীন হয়ে পরেন স্বামী বিপুল গাইন। স্ত্রী এবং দুই ছেলেকে নিয়ে অভাবের সংসার চলছিল বিপুলের। বেসরকারি সংস্থা থেকে বেশ কিছু টাকার লোন নিয়েছিলেন গাইন পরিবার। বর্তমানে স্বামী কর্মহীন হয়ে পড়ার কারণে লোনের টাকা পরিশোধ করবেন কিভাবে তাই নিয়ে চিন্তায় ছিলেন বিপুলের স্ত্রী রিঙ্কু। সংসারের অন্য কোন ঝামেলা-অশান্তি ছিল না, এমনটাই জানা গিয়েছে।তবে লোনের টাকা পরিশোধ করা নিয়ে মানষিক অবসাদে ভুগছিলেন গৃহবধূ রিঙ্কু গাইন। বৃহস্পতিবারেই লোনের কিস্তি ছিল বলে জানা যায় পরিবার সূত্রে।


পরিবারে অন্য কোন অশান্তি না থাকায় এই লকডাউনের মধ্যে কাজ হারিয়ে লোনের টাকা কিভাবে  পরিশোধ করবেন সেই মানসিক অবসাদ থেকেই আত্মহত্যা গৃহবধূর এমনটাই মনে করছেন গৃহবধূর স্বামী এবং এলাকার জনপ্রতিনিধি।


পরিবার সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে পরিবারের সঙ্গে স্বাভাবিক ভাবেই কথাবার্তা বলেন গৃহবধূ। পরবর্তীতে কিছু সময় বাদে স্বামী বাজার থেকে বাড়িতে এসে দেখেন ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকি করার পরেও সাড়া না মেলায়  দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে দেখেন গলায় গামছা দিয়ে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছেন রিঙ্কু। তড়িঘড়ি গৃহবধূকে পরিবার এবং প্রতিবেশীরা নামিয়ে হাবড়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাঁকে। শোকের ছায়া নেমে আসে পরিবারে। হাবড়া থানার পুলিশের পক্ষ থেকে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে গৃহবধূর মৃতদেহ ময়নাতদন্তের জন্য বারাসত হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিবারে।

Post a Comment

0 Comments