প্রবল বৃষ্টির মাঝেই ভয়ানক বিপর্যয়, মুম্বাইতে ভেঙে পড়ল চারতলার বাড়ি। চাপা পড়ে ১১ জনের মর্মান্তিক মৃত্যু, যার মধ্যে রয়েছে ৮ জন শিশুও। জখম একাধিক জন। বাড়িটি ভেঙে পাশের একটি বাড়িতে পড়াতে সেই বাড়িটিও ভেঙে চুরমার হয়ে যায়। বুধবার রাত এগারোটা নাগাদ মালাডে এই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রের খবর, আচমকাই বিকট আওয়াজ শুনে বাড়ির বাইরে বেরিয়ে আসেন তারা। দেখেন চারতলা একটি বাড়ি ধসে পড়ছে। বাড়ি লাগোয়া আরও তিনটি বাড়ি ছিল তারই একটিতে সেই বাড়িটি ভেঙে পড়ে। খবর দেওয়া হয় বৃহনমুম্বাই কর্পোরেশনে। কিছুক্ষণের মধ্যে ছুটে আসে দমকল বাহিনী। ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুরু হয় উদ্ধার কাজ। উদ্ধার কাজে হাত লাগান স্থানীয়রাও। ১৭ জনকে উদ্ধার করা গিয়েছে বলে খবর। পাশাপাশি ১১ টি মৃতদেহ উদ্ধার হয়েছে। মৃতের সংখ্যা বারার আশঙ্কাও করা হচ্ছে।
কী কারণে এই বিপর্যয়, তা এখনও নির্দিষ্ট ভাবে জানা যায়নি। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে বুধবার থেকে মহারাষ্ট্রে হওয়া ভারি বৃষ্টির কারণে মাটি আলগা হয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
ছবি: সৌজন্যে ট্যুইটার
0 Comments